নবাবগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন

অলিউর রহমান মেরাজ
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | সময়ঃ ০১:২৪
photo

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :


 

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া ব্রিজ রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 


 

আজ (০৪ তারিখ) বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা শাখার কার্যালয় এর উদ্বোধন করেন। 


 

এসময় সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, আজকে আমাদের নবাবগঞ্জ উপজেলা কার্যালয় উদ্বোধন হলো এটিই আমাদের  কার্যালয়। এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে


 

এসময় দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ আবু তাহের ক্বারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন