নবাবগঞ্জ ক্বওমি মাদ্রাসার সার্বিক উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ
প্রতিবেদন প্রকাশ: ২৮ ডিসেম্বার ২০২৪ | সময়ঃ ০৩:৩২
photo

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :


 

দিনাজপুরের নবাবগঞ্জ ক্বওমি মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নবাবগঞ্জ ক্বওমি মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


 

আলোচনা সভায় ক্বওমি মাদ্রাসার সভাপতি মোঃ শাহাদত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি  রেজাউল করিম মাগুরা। 


 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ ও সাবেক থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু তালেব ও সাবেক চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন ও প্রাক্তন প্রভাষক আব্দুল মজিদ ও এত্র কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ডাবলু ও সদস্য মোঃ সুলতান মাহমুদ প্রমুখ। 

শেয়ার করুন