নবাবগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন ওসি

নিউজ ডেস্ক | /DINAJPURNEWS24.NET

প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, সময়ঃ ০১:২১


দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মতিন ও থানার এএসআই মোঃ রিপন উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন মালিকের হাতে তুলে দেন।


 

এসময় ওসি আঃ মতিন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিছু হ্যান্ডসেট উদ্ধার করা হয়। পরে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।


 

এদিকে মোবাইল ফোন উদ্ধার করে দেয়ায় নবাবগঞ্জ  থানা পুলিশকে ধন্যবাদ জানান মালিকরা।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

রানীগঞ্জ বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর

যোগাযোগঃ --

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।