আবু সাইদ হত্যায় একসঙ্গে চলবে দুই মামলা

নিউজ ডেস্ক | /DINAJPURNEWS24.NET

প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৪, সময়ঃ ০৪:৪৫


আবু সাইদ হত্যায় একসঙ্গে চলবে দুই মামলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহতের ঘটনায় করা দুই মামলা একসঙ্গে চলতে বাধা নেই। মামলা দুটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর পিবিআইকে।

রোববার (১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত আদেশ দিয়েছেন আদালত।

আইনজীবী সূত্রে জানা গেছে, আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশ তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তী সময়ে আবু সাঈদের ভাই রমজান আলী আরও একটি মামলা করেন। দুটি মামলাই তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার গত ২৭ আগস্ট দুই মামলার করণীয় বিষয়ে নির্দেশনা চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় মামলা একইসঙ্গে তদন্ত চলবে বলে আদেশ দেন রংপুরের কোতোয়ালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক।

দুই মামলার তদন্ত একসঙ্গে সাংঘর্ষিক হবে কিনা—এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন বলেন, যেহেতু দুটি মামলাই জিআর, তাই এটির তদন্ত সাংঘর্ষিক হবে না।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

রানীগঞ্জ বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর

যোগাযোগঃ --

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।