নিউজ ডেস্ক | /DINAJPURNEWS24.NET
প্রতিবেদন প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, সময়ঃ ১২:৫৩
মাহাবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি //দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এই মানববন্ধন কর্মসূচী কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রবনতা থেকে বেরিয়ে আসার আহবান জানান বক্তারা। আর একজন যেন লাঞ্চিত না সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে যারা দূর্নীতি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দাবি আদায়ে সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিও জানান শিক্ষক নেতারা।
শিক্ষক কর্মচারী ঐক্য জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মিজানুর রহমান, স্কুল শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক নেতা মোঃ আব্দুল মালেক, মোঃ আজিজার রহমান, মোঃ মাজেদুর রহমান পাপ্পু, আবু সালেহ লিটন, কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ ইসহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।
© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।