দিনাজপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় পিটুনিতে দুজন নিহত

নিউজ ডেস্ক | /DINAJPURNEWS24.NET

প্রতিবেদন প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, সময়ঃ ০১:৩০


দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের সময় পিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর পৌর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বির হোসেনের ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েল হোসেনের ছেলে তারেক (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহর থেকে দুজন ইজিবাইক ভাড়া নিয়ে তাজপুর তেলীপাড়া হয়ে রামসাগর এলাকায় যান। পরে তাঁরা রামসাগরের দক্ষিণে ঈদগাহের পাশে ইজিবাইকচালকের গলায় ছুরি ঠেকিয়ে ইজিবাইক ছিনতাই করেন। এ সময় চালককে ছুরিকাঘাত করলে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন। ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে চেরাডাঙ্গী এলাকায় ছিনতাইকারী দুজনকে আটক করে পিটুনি দিয়ে সেনাসদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, ইজিবাইক ছিনতাইকালে দুজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

রানীগঞ্জ বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর

যোগাযোগঃ --

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।